kolkata

Oct 12 2023, 14:26

*Curtain Raiser of Raasleela 3.0: Traditional Navratri Event*

Kolkata : Kolkata's Biggest Navratri event- Raasleela is a Dance Championship with a difference, where people from all over West Bengal will participate. The event was announced and launched today at a Press Meet held at Drunken Teddy, Kolkata. RAASLEELA 2023 is a Navratri Cultural Extravaganza. It is a traditional Raas-garba event to be held in the City of Joy, Kolkata. It is an initiative to revive the cultural dance form of Gujarat in this modern era of globalization. Raasleela aims at bringing together the community at large. Witness the Navratri craze on 20th October (Sashti) at Royal Courtyard (Nicco Park) from 5 pm onwards with your friends and family.

The Press Conference was attended by eminent personalities like Akihiro Ueda, CEO Terra Motors India Pvt Ltd; Priti Patel, Renowned Manipuri Performer; Bhavna Hemani, Social Worker; Vijay Jain, President Lions Club of Howrah; Ashim Bose, Councillor; Anneysha Thakker, Emcee & Sports Presenter; Mehul Thakkar, Founder of BAUM; Rohit Agarwal, Director Signature Events; Raghav Singhania, Director Encore Events and many others.

The event is judged by individuals from different walks of life. Our esteemed judges are: Rohit Kataria - Partner of Suman jewellery & Director of Rohit jewellers Pvt Ltd.; Kunal Vora - Director and CEO - SHRM Biotechnologies Pvt Ltd, Committee Member - Indo Australian Chamber of Commerce (IACC - EIC); Mansi Sanghvi Bhayani - Psychologist and owner of Marga Wellness studio; Kashmira Shah - Choreographer.

The best traditionally dressed Male/ Female will be judged by: Neha Kataria - Proprietor of Ommbre & partner in TARZ by Ommbre. We have a special round Radha ne Shyam mali jase for Non participants who come to enjoy the evening. They might find their Radhe Shyam through this round. They will be encouraged to dance on the traditional dance form which will be judged by Parag Thakkar -Owner Swastik Material Traders; Meghna Thakkar - Housewife.

The curtain raiser of Raasleela 3.0 was revealed by Akihiro Ueda, CEO Terra Motors India Pvt Ltd; Priti Patel, Renowned Manipuri performer - Raza foundation; Suchismita Bar, Store Leader, Decathlon NewTown; Bhavna Hemani - Social Worker

Rohit Agarwal Director Signature Events,Raghav Singhania Director Encore Events and many other eminent personalities.

Raasleela is the brain child of Anneysha Thakker - Emcee and Sports presenter and Mehul Thakkar - Founder of BAUM. Speaking about the event the organizers said, "Just like Kolkata celebrates Durga puja, with the sound of Dhaak why not celebrate authentic Navratri in the form of Raasleela where Ambee Maa will be celebrated with the music of traditional Raas and garba. It’s time to don your finest garba cholis, chudidars, and bandhni dupattas, adorn yourself with dazzling jewelry, and immerse yourself in the traditional dance mode, because Navratri is here! From religious significance to being a social gathering and an opportunity for fun outings, Navratri holds a special place in the hearts of people from all walks of life. It’s a time for dance, music, devotion, and unlimited festivities."

CATEGORY: - Duration:

Its a competition between different age groups. All age groups are welcome to participate. The different categories are:

• 2 to 10 yrs : 10 mins

• 11 to 17 yrs - 20 mins

• 17 - 35 yrs : 20 mins

• 35 + : 15 mins

kolkata

Oct 12 2023, 13:13

টিচার্স অ্যাসোসিয়েশন শহরে মিছিলের অনুমতি চেয়ে রোষের মুখে পড়ল কলকাতা হাইকোর্টের

কলকাতা: ব্যস্ত সময়ে শহরে আন্দেলনের নামে মিছিল করা নিয়ে বৃহস্পতিবার বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এদিন বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন শহরে মিছিলের অনুমতি চেয়ে রোষের মুখে পড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি আবেদন শুনেই বলেন, শিক্ষকতা করতে হবে না। রাস্তায় থাকুন। তিনি মন্তব্য করেন, ওদের যেতে দিন রাস্তায়। ওদের পড়াতে হবে না। প্রতি জায়গা ব্লক করে দিতে বলুন।

বিরক্ত প্রধান বিচারপতি বলেন, শহরে রোজ ১৫টি করে মিছিল হচ্ছে। খবরের কাগজ খুললেই মিছিলের জন্য ভোগান্তির খবর। এ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। বাচ্চাদের সমস্যা, রাস্তায় পড়ে সাধারণ মানুষ বিপাকে পড়ছে। এরপরই প্রধান বিচারপতি বলেন, ওদের কাজ করতে হবে না। জিন্দাবাদ-জিন্দাবাদ করে যান। এদের জন্য আমার সহমর্মিতা নেই। নিজেদের কায়েমী স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে।

মামলাকারী সংগঠনের আইনজীবী প্রতীক ধর এরপরই প্রধান বিচারপতিকে বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। ডিএ সহ বেশ কিছু আবেদন আছে। খুব ছোট সংগঠন। তাই অনুমতি দিন। প্রধান বিচারপতি ফের বিরক্ত হয়ে বলেন, আপনারা সচেতন নন কোন বিষয়ে। যে যার নিজের স্বার্থে এগুলো করছে। ছোট না বড় মিছিল জানি না। আমার কোন রেস্পেক্ট নেই এদের বিষয়ে। কাউকে এরা মানে না।

ফের আবেদনকারীদের উদ্দেশে ডিভিশন বেঞ্চ বলে, রাস্তা ব্লক করে দিন। পুলিশ লাঠি চার্জ করে দিক, কাঁদানে গ্যাস চালিয়ে দিক। পুলিশ নিয়ন্ত্রণ করুক। এরপরই প্রধান বিচারপতি মামলাটির শুনানির জন্য এখনই প্রয়োজন নেই মন্তব্য করে ফেরত পাঠিয়ে দেন। শুনানি হবে পুজোর ছুটির পর। আজ, শুক্রবার এই মিছিল সংগঠিত হওয়ার কথা রয়েছে। এর জন্য প্রশাসন অনুমতি না দেওয়ায় সংগঠন আদালতের দ্বারস্থ হয়।

kolkata

Oct 11 2023, 19:32

*कोलकाता मोहम्मद अली पार्क में यूथ एसोसिएशन की दुर्गापूजा मंडप में केदारनाथ मंदिर में खुद को पायेंगे दर्शनार्थी*


कोलकाता: मध्य कोलकाता में मोहम्मद अली पार्क के यूथ एसोसिएशन की ओर से की जानेवाली सबसे पुरानी एवं लोकप्रिय दुर्गापूजा में दर्शनार्थी इस वर्ष उत्तराखंड में स्थित एक अकल्पनीय दार्शनिक स्थल केदारनाथ मंदिर में खुद को पायेंगे। यह तीर्थस्थल देश के सबसे प्रसिद्ध स्थानों में से एक माना गया है। इस वर्ष मोहम्मद अली पार्क के यूथ एसोसिएशन की दुर्गापूजा 55वें वर्ष में प्रवेश की है।

कमेटी के सदस्यों का कहना है कि बाबा केदारनाथ के दर्शन के लिए उनके भक्त हमेशा उत्सुक रहते हैं। हालांकि, कुछ भाग्यशाली भक्तों को ही बाबा के दर तक पहुंचकर उनके दर्शन का सौभाग्य प्राप्त होता है। बाबा के दर्शन को लेकर भक्तों की इस उत्सुकता को देखते हुए पूजा आयोजन कमेटी के सदस्यों ने कोलकाता में ही बाबा केदारनाथ का भक्तों को दर्शन कराने की एक कोशिश की हैं। केदारनाथ मंदिर उत्तर भारत के पवित्र तीर्थस्थलों में से एक है। समुद्र तल से यह मंदिर 3584 मीटर की ऊंचाई पर मंदाकिनी नदी के तट पर स्थित है। केदारनाथ मंदिर उत्तराखंड के चार धामों और पंच केदारों में से एक है। यह भारत में भगवान शिव के 12 ज्योतिर्लिंगों में से एक ज्योतिर्लिंग है।

मीडिया से बातचीत करते हुए श्री सुरेंद्र कुमार शर्मा (महासचिव, मोहम्मद अली पार्क यूथ एसोसिएशन) ने कहा, दुर्गापूजा के पावन अवसर पर हम देवी दुर्गा के भव्य रूप के साथ यहां आनेवाले दर्शनार्थियों को बाबा केदारनाथ मंदिर में भी होने का अनुभव करायेंगे। कई लोगों को अबतक बाबा केदारनाथ मंदिर जाने का सौभाग्य नहीं प्राप्त हुआ है, वे इस पंडाल के माध्यम से बाबा केदारनाथ मंदिर की झलक देख बाबा तक अपनी पुकार पहुंचा सकते हैं। यहां आनेवाले भक्तों को इस मंडप में आकर शिव के बारह ज्योतिर्लिंगों में से एक के भव्य दर्शन होंगे। पंडाल का बाहरी स्वरूप बिलकुल केदारनाथ मंदिर जैसा दिखेगा। इस साल मां की मूर्ति 'शिव ही शक्ति हैं' के आधार पर बनायी गयी है। देवी मां की भव्य मूर्ति को मिदनापुर के मशहूर शिल्पकार कुश बेरा बना रहे हैं। मंडप व इसके आसपास थीम के मुताबिक लाइटिंग की सजावट चंदननगर के कारीगरों द्वारा की गयी है।

kolkata

Oct 11 2023, 15:50

মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতিকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা: কলকাতা হাইকোর্টে বদলি করা হল মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি এমভি মুরলীধরকে। সম্প্রতি মণিপুরের মেইতি সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দেওয়া সংক্রান্ত তাঁর একটি নির্দেশ নিয়ে বিতর্কের সৃষ্টি‌ হয়। সুপ্রিম কোর্টেও তার সমালোচনা হয়। এবার তাঁকে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কের্টের কলেজিয়াম।

গত এপ্রিল মাসে তার দেওয়া এই নির্দেশের পরেই আদিবাসী ও অন্য সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। যা নিয়ে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে বাধ্য হয়। সুপ্রিম কোর্ট বিচারপতি মুরলী ধরের এই বদলির সুপারিশ করতে গিয়ে জানিয়ে দিয়েছে তিনি তাঁর মাদার হাইকোর্ট মাদ্রাজে তাকে ফেরানোর আবেদন করলেও তাতে সাড়া দিচ্ছে না কলেজিয়াম।

kolkata

Oct 11 2023, 15:14

চাকরিপ্রার্থীদের আন্দোলনে তপ্ত করুণাময়ী

ফের রাজপথে নামল আপার প্রাইমারিতে নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা। তাঁরা আচার্য সদন অভিযানে তুমুল উত্তেজনা। করুণাময়ীতে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে।

আজ করুণাময়ী মেট্রো স্টেশন দিয়ে চাকরিপ্রার্থীরা বের হতেই পুলিশ তাঁদের ঘিরে ফেলে। তারপরেই তাদের তুলে ফেলা হয় পুলিশের গাড়িতে। শুরু হয় পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরিপ্রার্থীদের। গোটা করুণাময়ী চত্বর এদিন দুপুরে কার্যত বেশ কিছুক্ষণের জন্য যানজটেরও সৃষ্টি হয়।

kolkata

Oct 11 2023, 15:06

কামদুনি মামলার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করতে দিল্লির উদ্দেশ্যে রওনা নির্যাতিতার পরিবার

কলকাতা: কলকাতা হাইকোর্টে কামদুনি মামলার রায়ে সন্তুষ্ট না হয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে কামদুনি আন্দোলনের প্রধান দুই মুখ মৌসুমী ও টুম্পা। তাদের সঙ্গে যাচ্ছে নির্যাতিতার দুই পরিবারের সদস্য। বুধবার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তারা। নির্যাতিতা পরিবারের সঙ্গেই দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।

দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি নেতা জানান, "রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে নির্যাতিতা পরিবার যাতে সুবিচার পায় সেই উদ্দেশ্যে তাদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ের সাথে আলোচনা করা হবে।"

kolkata

Oct 11 2023, 12:57

হাইকোর্টের নির্দেশে রাজ্য‌ পঞ্চায়েত নির্বাচনের ৩ মাস পর জয়ী হিসাবে ঘোষিত হতে চলেছেন পরাজিত কংগ্রেস প্রার্থী

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য‌ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার ৩ মাস পর জয়ী হিসাবে ঘোষিত হতে চলেছেন পরাজিত কংগ্রেস প্রার্থী।

অভিযোগ ছিল, পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে তিনি বেশি ভোট পাওয়ার পরেও জোর করে সেখানকার তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। রাজ্য পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার অন্যতম এই মামলার নিষ্পত্তি করে বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই কংগ্রেস প্রার্থীকে অবিলম্বে জয়ী ঘোষণা করে শংসাপত্র তুলে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য,পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে কংগ্রেস প্রার্থী তীজেন্দ্র নাথ মাহাতোর অভিযোগ ছিল, তিনি ৬ ভোটে জিতছিলেন। কিন্তু বিডিও ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জোর করে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে জিতিয়ে দেন। এই নিয়ে মামলা হয়েছিল।

kolkata

Oct 11 2023, 12:38

যোগেশচন্দ্র চৌধুরী ল'কলেজের অধ্যক্ষা ও অধ্যাপিকার অপসারণ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষা ও অধ্যাপিকার অপসারণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ বৃহস্পতিবার অধ্যক্ষের ঘরে মেরে রাখা তালা আদালত নিযুক্ত স্পেশা‌ল অফিসারকে সরিয়ে দিতে হবে। একইসঙ্গে অধ্যক্ষ ও অধ্যাপিকা কে স্বপদে ফের কাজে যোগ দিতে নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি,চারু মার্কেট থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে এই নির্দেশ কার্যকর করতে বলেছে ডিভিশন বেঞ্চ। এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে গত ৫ অক্টোবর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুনানির পরেই সরাসরি অধ্যক্ষ ও অধ্যাপিকা তে অপসারণ করেছিলেন।

kolkata

Oct 10 2023, 12:59

টোটোচালকদের মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ

অফিস বা কর্মস্থলে যাওয়ার সময়ে তীব্র যানজট হাওড়া ব্রিজে । মঙ্গলবার সকাল ১১টার কিছু পর থেকেই হাজার হাজার টোটোচালক এবং মোটর ভ্যান চালকের মিছিলে বন্ধ হয়ে গিয়েছে ব্রাবোর্ন রোড।জানা গিয়েছে সরকারের তরফে জানানো হয়েছিল, টোটোচালকেরা জাতীয় সড়কে বা মূল রাস্তায় টোটো চালাতে পারবে না।

মূলত সেই নির্দেশের প্রতিবাদেই পরিবহণ দফতরে যাওয়ার এই অভিযানের ডাক দেন টোটোচালকেরা। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘পরিবহণ ভবন চলো’ অভিযান। রাজ্য সরকারের পরিবহণ দফতরের কার্যালয় ধর্মতলা পর্যন্ত যাবে এই মিছিল। হাওড়া ব্রিজ ধরে চলা ওই টোটোচালকদের মিছিলে কমপক্ষে জমায়েত হয়েছে ১৫-১৬ হাজার মানুষ।

kolkata

Oct 09 2023, 17:42

*ইয়ং বয়েজ ক্লাব- এর ৫৪ তম বর্ষের থিম ‘দেবী দুর্গা - মহাবিশ্বের শক্তি’*

কলকাতা: বাংলার দুর্গাপুজো থিম- ভিত্তিক প্যান্ডেলগুলির জন্য বিখ্যাত। সেই ধারা বজায় রেখে ইয়ং বয়েজ ক্লাবের সদস্যরা এ বছরও বরাবরের মতো প্রাসঙ্গিক সামাজিক সমস্যাগুলিকে থিম হিসেবে ব্যবহার করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এই বছর তারা থিম বেছে নিয়েছে - "দেবী দুর্গা - মহাবিশ্বের শক্তি"। প্রতি বছর, দুর্গাপুজোর উৎসব পশ্চিমবঙ্গের পুজো প্যান্ডেলগুলির জন্য থিম তৈরি করার ক্ষেত্রে সৃজনশীলতা এবং শিল্পের দিক থেকে সেরাটি নিয়ে আসে।

ইয়াং বয়েজ ক্লাব এই বছর তাদের ৫৪ বছর পূর্ণ করার বর্ষে বিশ্বের বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত একটি থিম নিয়ে এসেছে। এই পুজো মধ্য কলকাতার তারা চাঁদ দত্ত স্ট্রিটের কাছে অবস্থিত যা সেন্ট্রাল অ্যাভিনিউকে রবীন্দ্র সরণির সাথে সংযুক্ত করে এবং পুজোটি মধ্যে কলকাতার একটি অন্যতম আকর্ষণ।

হিন্দু পৌরাণিক কাহিনীতে, দেবী দুর্গাকে সবচেয়ে শক্তিশালী পবিত্র মূর্তি হিসাবে বিবেচনা করা হয়। দুর্গার পরাক্রম তাঁর ১০টি হাতে বিভিন্ন অস্ত্রকে সূচিত করে, যা ধারণ করে তাঁকে মানুষের অধিকারী বিভিন্ন শক্তির প্রতীক হিসাবে চিত্রিত করা হয়েছে। দেবী দুর্গার রূপ ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়। দেবী দুর্গা অসুরদের প্রতি হিংস্র এবং একই সাথে তার ভক্তদের জন্য কল্যাণময়। দেবীর দশটি হাতের প্রতীক এই অর্থ বহন করে, যে তিনি তাঁর ভক্তদের সমস্ত দিক থেকে - আট কোণ এবং আকাশ ও পৃথিবী থেকে রক্ষা করেন। তাঁর হাতে থাকা এই ১০টি গ্লোবের প্রতীক বোঝায় কিভাবে দেবী এই ১০টি গ্লোবকে সমস্ত অসুবিধা এবং সমস্যা থেকে রক্ষা করছেন।

প্রধান সংগঠক রাকেশ সিং, বলেন, “এই বছর, ইয়ং বয়েজ ক্লাব দেবী দুর্গার ঐশ্বরিক শক্তির প্রতিলিপি তৈরি করছে যেখানে ৩২ ফুট মা দুর্গা বাইরে স্থাপন করা হবে, যা তাঁকে বিশ্ব শক্তির উৎসের প্রতীক হিসেবে প্রদর্শন করবে। বিশ্বশক্তির সাথে দেবীর সম্পর্ক বোঝাতে, মূর্তিটির দশ হাতে দশটি গ্লোব থাকবে, যা পৃথিবীর দশ দিকের প্রতীক।"

“দর্শকেরা প্যান্ডেলের ভিতরে ঝিনুকের সাথে মনোমুগদ্ধকর কাজ দেখতে পাবেন। ভেতরে প্রতিমার পাশাপাশি ঝিনুকের কাজও তৈরি হচ্ছে। গত চার মাস ধরে চলছে প্যান্ডেলের প্রস্তুতি। আমাদের প্যান্ডেলের বাইরে ভারতের চন্দ্রজয় কে স্মরণীয় করে রাখতে একটি অতিরিক্ত আকর্ষণ, চন্দ্রযান-৩ এর একটি মডেল স্থাপন করা হবে।” জানালেন ইয়ং বয়েজ ক্লাবের যুব সভাপতি মিঃ বিক্রান্ত সিং।

দেবী দুর্গার প্রতিকৃতিই প্রতিটি পরিস্থিতিতে মানুষের জীবনে কীভাবে আচরণ করা উচিত তার ব্যাখ্যা। তাঁর হাতে ১০টি গ্লোবের উপস্থিতি আমাদের জীবনের পথ চলতে শেখায়, যেখানে এটি বার্তা দেয় যে বিশ্ব এক - "বসুধৈব কুটুম্বকম"। এটি একটি সংস্কৃত বাক্যাংশ যা মহা উপনিষদের মতো হিন্দু গ্রন্থে পাওয়া যায়। যার অর্থ "বিশ্ব এক পরিবার"। শব্দগুচ্ছের ধারণাটি আজও প্রাসঙ্গিক রয়ে গেছে কারণ এটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়, ব্যক্তি বা পারিবারিক স্বার্থের চেয়ে সামগ্রীক কল্যাণকে অগ্রাধিকার দেয়। এটি অন্যদের কল্যাণের কথা চিন্তা করতে উৎসাহিত করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, যথাযথ উন্নয়ন, শান্তি এবং মতভেদ সহনশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবিলায় বৈশ্বিক সংহতি এবং দায়িত্ব পালন করে। জ্ঞান থেকে প্রজ্ঞা এবং প্রেম ও আনুগত্য, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর উদার সহায়তা প্রদান করেন। দুর্গাপূজা উদযাপন শুধুমাত্র দেবী দুর্গার বিশাল স্টল এবং মূর্তিগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে চলার পথে তিনি যে পথ অনুসরণ করার প্রেরণা দেন তাকে বুঝতে ও বাস্তবায়ন করতে হবে।